কুমিল্লার বুড়িচংয়ের দরিয়ারপাড় এলাকায় সোমবার রাতে পীরের সাক্ষাত শেষে বাড়ী ফেরার পথে এক অজ্ঞাত ট্রাকের চাপায় ৪ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আরো ৩ মহিলা গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার এলাকার হেদায়েত উল্যাহ জুয়েল ভান্ডারী সোমবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবছর উদ্দিনের পুত্র মোঃ হারুনুর রশিদের বাড়ীতে জিকির করে। রাত সাড়ে ১২ টা পর্যন্ত হারুনুর রশিদের বাড়ীতে জিকির শেষে পীর হেদায়েত উল্যাহ জুয়েল চলে যায়। পরে সেখানে থেকে বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি (নোয়াপাড়া) বেশ ক’জন অনুসারী পায়ে হেঁটে বাড়ীর দিকে আসতে থাকে। রাত পৌনে ১টায় বাড়ী থেকে আধা কিঃ মিঃ দূরে কুমিল্লার-বুড়িচং-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার দরিয়ারপাড় এলাকায় পৌঁছালে বি-পাড়া থেকে কুমিল্লা গামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের পিছন থেকে চাঁপা দিলে ৭ জন মহিলা ট্রাকের নিচে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ আবুল কাশেম ঘটনাটি দেখে চিৎকার করে স্থানীয় লোকজনদের ডাকা-ডাকি করতে থাকে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার কারার চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থলে সালমা (৩০), মনোয়ারা (৫০), রাশেদা বেগম(৫০), জাহানারা বেগম(৬৫)মারা যান। আহতরা হলেন সাহেরা বেগম(৫৫), বিলকিছ আক্তার(৩০), জাহেদা (৫০)। স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে প্রথমে বুড়িচং হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।আহত ৩জনের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকী দু’জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এদিকে খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিমউদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) আফরোজা পারভীন, বুড়িচং থানার এস.আই ইমাম হোসেন সংঙ্গীয় ফোর্স, সদর ইউপি চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত পরিবারদের মাঝে সান্তনা ও দাফন কাফন করার জন্য নির্দেশ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস