ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদানের পদ্ধতি | সময়সীমা |
০১ | গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। | ক্লাশের মাধ্যমে উপজেলা বিভাগীয় কর্মকর্তাদের বক্তৃতার মাধ্যমে আইন শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নের উপর। | ১০ দিন |
০২ | পেশা ভিত্তিক প্রশিক্ষণ। | প্রশিক্ষণ নীতিমালা ও উপজেলা কোঠা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থী প্রেরণ। ১। সেলাই প্রশিক্ষণ (মহিলা) ২। উলনিটিং প্রশিক্ষণ (মহিলা) ৩। মোবাইল মেরামত (পুরুষ-মহিলা) ৪। কম্পিউটার মেরামত (পুরুষ-মহিলা) ৫। ড্রাইভিং প্রশিক্ষণ (পুরুষ) ৬। সাইকেল মেরামত (পুরুষ) ৭। ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ (পুরুষ) ৮। রং তৈরী প্রশিক্ষণ (মহিলা-পুরুষ) ৯। নক্শী কাঁথা প্রশিক্ষণ (মহিলা) ১০। নর-সুন্দর প্রশিক্ষণ (পুরুষ) ১১। ফ্রিজ-এয়ারকন্ডিশনার মেরামত (পুরুষ) ১২। হাঁস-মুরগী ও পশু পালন এবং চিকিৎসা প্রশিক্ষণ (পুরুষ-মহিলা) ১৩। মৎস্য চাষ প্রশিক্ষণ (পুরুষ) ১৪। মাসরুম চাষ প্রশিক্ষণ (পুরুষ) ১৫। উন্নতমানের আলু চাষ প্রশিক্ষণ (পুরুষ) ১৬। রাইফেল প্রশিক্ষণ (পুরুষ-মহিলা) ১৭। সেনাবাহিনীর সাথে শীতকালীন মহড়ায় অংশগ্রহণ প্রশিক্ষণ (পুরুষ) ১৮। যুগপদ প্রশিক্ষণ (পুরুষ) ১৯। নার্সারী প্রশিক্ষণ (পুরুষ) ২০। উন্নতমানের আলু চাষ প্রশিক্ষণ (পুরুষ) |
২ মাস ১ মাস ২১ দিন ৪২ দিন ২ মাস ১ মাস ৫০ দিন ২১ দিন ১৪ দিন ২১ দিন ৪৫ দিন ১৪ দিন
১৪ দিন ১৪ দিন ১৪ দিন ৪২ দিন ১৪ দিন
২১ দিন ১৪ দিন ১৪ দিন |
০৩ | আইন-শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ বাহিনীকে সহায়তা করা। | স্বরাষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিভিন্ন সময় পুলিশ বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা করা। যেমনঃ- ১। জাতীয় সংসদ নির্বাচন। ২। উপজেলা পরিষদ নির্বাচন। ৩। পৌরসভা নির্বাচন। ৪। ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৫। পূজা-মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষা। ৬। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ইত্যাদি। |
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ
নিশ্চিত করণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS